জাম্বুরার জুস

 


উপকরণ

  • জাম্বুরা।
  • চিনি।
  • লবন।
  • পুদিনা পাতা।
  •  ঠান্ডা পানি।

প্রণালি

জাম্বুরা অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এবার এর সাথে চিনি পানি পুদিনা লবন দিয়ে আবারও ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করা হলে ছাকনি দিয়ে ছেকে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে নিলেই পরিবেশনের জন্য তৈরি --জাম্বুরার জুস/শরবত।

See also

Post a Comment